এ বছর গ্রহসন্নিবেশ অনুসারে কুম্ভ রাশির জাতক জাতিকাগণ সরা বছর বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হবেন। পারিবারিক সমস্যা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যায়। পিতামাতার স্বাস্থ্য হানির সম্ভাবনা দেখা যায়। আত্মীয়দের সহযোগিতা বৃদ্ধি হবে। সামাজিক ক্ষেত্রে প্রভাব বৃদ্ধির সম্ভাবনা দেখা যায়। ভাই-বোনের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। দীর্ঘদিনের আশা পূরণের সম্ভাবনা দেখা যায়। শিক্ষা ক্ষেত্রে এ বছর আশানুরূপ ফল লাভে বাধার যোগ দেখা যায়। শারীরিক কারণে শিক্ষা লাভে বাধার যোগ দেখা যায়। উচ্চশিক্ষায় আশানুরূপ ফল লাভে বাধার সম্ভাবনা দেখা যায়। দাম্পত্যক্ষেত্রে শান্তিভঙ্গের আশঙ্কা। অবিবাহিতদের বিবাহে বাধার সম্মুখীন হতে হবে। প্রণয়মূলক বিবাহের সম্ভাবনা দেখা যায়। সন্তানদের আশানুরুপ উন্নতির সম্ভাবনা দেখা যায়। আর্থিক ক্ষেত্রে উন্নতির সুযোগ থাকলেও অযথা অতিরিক্ত ব্যয়ের সম্মুখীন হতে হবে। বাসস্থান সংক্রান্ত সমস্যা বৃদ্ধি হতে পারে।
এ বছর শারীরিক দিক দিয়ে সারা বছরই দৈহিক ক্লেশ ভোগ করতে হবে। মানসিক শান্তি বিঘ্নিত হবে। শারিরীক দিক দিয়ে যথেষ্ট শুভ বলা যায় না। পুরাতন রোগ বৃদ্ধির সম্ভাবনা দেখা যায়। মুখের রোগে কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে।
পুরাতন সম্পত্তি সংক্রান্ত সমস্যা বৃদ্ধি পাবে। এ বছর নতুন সম্পত্তি ক্রয়ে লোকসানের যোগ দেখা যায়। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভের সুযোগ আসবে। চাকুরিরতদের একাধিকবার সমস্যার সম্মুখীন হতে হবে। চাকুরি প্রার্থীদের চাকুরি লাভে বাধা আসতে পারে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক থাকার সম্ভাবনা কম দেখা যায়। ব্যবসা ক্ষেত্রে এ বছর আশানুরূপ উন্নতি সুযোগ এলেও মাঝে মাঝে বাধার সম্মুখীন হতে হবে। তবে তা হতে পারে সাময়িক। ইমারত, রাসায়নিক দ্রব্যের ব্যবসায়ীদের উন্নতির যোগ আছে। নতুন বিনিযোগ করার ক্ষেত্রে সর্তকতা অবলম্বন করতে হবে। কর্মসূত্রে দূরে যেতে হতে পারে। অতিরিক্ত ব্যয় এ বছর চিন্তার কারণ হবে। তারপরও আর্থিক উন্নতির সুযোগ পরিলক্ষিত হয়। পুরাতন পাওনা অর্থ ফেরতের ক্ষেত্রে বাধা সম্মুখীন হতে হবে। অপ্রত্যাশিত অর্থ প্রাপ্তির যোগ দেখা যায়।
No Comment! Be the first one.