পিতামহ ভীষ্মদেব এই ব্রত করেছিলেন বিধায় এর নাম ভীষ্মপঞ্চক ব্রত। অত্যন্ত মহিমান্বিত এই ব্রত করার ফলে যে কেউ গোলকাধিপতি ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে পারেন। কোনো কোনো পুরাণে উল্লেখ আছে যে, বিশেষত যারা আজীবন নৈষ্ঠিক ব্রহ্মচর্য পালন করতে চান, তারা এই ব্রত করে ভীষ্মদেব ও তাঁর আরাধ্যদেব শ্রীকৃষ্ণের করুণা ভিক্ষা করতে পারেন। ভক্তরা তাদের সুবিধামতো নিম্নোক্ত স্তরগুলোর যেকোনটি অনুসরণ করতে পারেন যাতে তাদের নিত্য ভগবৎ সেবা ও সাধনার বিঘ্ন না ঘটে:
১ম স্তরঃ
পঞ্চগব্যের একেকটি একেক দিনে গ্রহণ করা যেতে পারে। ১ম দিন- গোময়, ২য় দিন- গোমূত্র, ৩য় দিন- দুধ, ৪র্থ দিন- দধি, ৫ম দিন- গোময়, গোমূত্র, দুগ্ধ, দধি ও ঘিয়ের মিশ্রণে তৈরি পঞ্চগব্য।
২য় স্তরঃ
যদি কেউ ১ম স্তর অনুসরণ করতে না পারেন, তবে ফলমূল গ্রহণ করা যেতে পারে। যেসব ফলে প্রচুর বীজ রয়েছে যেমন- পেয়ারা, ডালিম, পেঁপে, শসা প্রভৃতি বর্জন করা উচিত। আলু, কাঁচাকলা বা মিষ্টিআলু সেদ্ধ করে গ্রহণ করা যেতে পারে। স্বাদের জন্য সৈন্ধব লবণ ব্যবহার অনুমোদিত। কাজুবাদাত, কিসমিস ও খেজুর গ্রহণ করা যেতে পারে। তবে দুধ বা দুগ্ধজাত কোন দ্রব্য গ্রহণ করা যাবে না। নারকেল বা নারকেলের জল গ্রহণ করা যাবে।
৩য় স্তরঃ
যদি কেউ ২য় স্তরও পালনে অসমর্থ হন হবে হবিষ্যান্ন গ্রহণ করতে পারেন।
এই পাঁচদিন গঙ্গার মত পবিত্র নদীতে স্নান করা উচিত। নিম্নলিখিত মন্ত্র উচ্চারণের মাধ্যমে দিনে তিনবার ভীষ্মদেবের উদ্দেশ্যে তর্পন করা উচিত।
তর্পনঃ
ওঁ বৈয়াগ্রপাদ্য গোত্রায় সংস্কৃতি প্রবরায় চ।
অপুত্রায় দদ্যামেতৎ সলিলম্ ভীষ্মবর্মনে।।
অর্ঘঃ
বসুনামাবতারায় শান্তনোরাত্মজায় চ।
অর্ঘ দদামি ভীষ্মায় আজন্ম ব্রহ্মচারিণে।।
প্রণামঃ
ওঁ ভীষ্ম সনাতনেভ্য বীরঃ সত্যবাদী জিতেন্দ্রিয়ঃ।
আভীরাব্ধির্বাপ্নতু পুত্রপৌত্রচিতম্ ক্রিয়াম্।।
ভক্তরা নিম্নের ফুলগুলো বিগ্রহতে নিবেদন করতে পারেন-
১ম দিন- শ্রীবিগ্রহের শ্রীচরণে পদ্মফুল,
২য় দিন- শ্রীবিগ্রহের জানুতে বিল্বপত্র,
৩য় দিন- শ্রীবিগ্রহরে নাভিদেশে গন্ধদ্রব্য,
৪র্থ দিন- শ্রীবিগ্রহের স্কন্ধদেশে জবাফুল ও বিল্বপত্র এবং
৫ম দিন- শ্রীবিগ্রহের মস্তকে মালতি ফুল নিবেদন করা উচিত।
যদি কখনো দুটি তিথি একত্রে পড়ে তবে ঐদিন দুইদিনের উদ্দিষ্ট ফুলগুলো একই দিনে নিবেদন করতে পারেন।
No Comment! Be the first one.