শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের ভক্তিগীতি সঞ্চয়ন
পরদুঃখ-দুঃখী ব্যাসাভিন্ন জগদ্গুরু প্রভুপাদ শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের তিরোভাব তিথিতে তাঁর স্মৃতির উদ্দেশ্যে রচিত
বিরহ-অষ্টাষ্টক
পঞ্চম অষ্টক
‘হরে কৃষ্ণ’ মহানাম বত্রিশ অক্ষরে।
মূঢ়তায় বশীভূত কীর্তন না করে ।। ১ ।।
তোমার উপদেশ ত্যজি শৃগাল-বাসুদেবা।
ঘটাল জঞ্জাল আজ সহজিয়া- সেবা ।। ২ ।।
কোথায় রহিল তোমার উপদেশ-বাণী।
‘পুনর্মূষিক’ সব হইল আপনি ।। ৩ ।।
সিংহের শাবক আজ শৃগালের ছলে।
পড়িয়া কাঁদিছে সবে মায়ার কবলে ।। ৪ ।।
কৃপা যদি কর প্রভু আবার মোদের।
মরণের তীরে তবে হেরি হেরফের ।। ৫ ।।
তবে পুনঃ সুখে মোরা কৃষ্ণনাম স্মরি।
তোমার বৈকুণ্ঠ বাক্যে দৃঢ় বিশ্বাস করি ।। ৬ ।।
সেই শুদ্ধনাম কৃষ্ণ আবার নাচাবে।
মায়ার জঞ্জাল সব আপনি ঘুচিবে ।। ৭ ।।
জীবের দরদ-দুঃখী শ্রীল প্রভুপাদ।
বিরহ-বাসরে তব হেরি অবসাদ ।। ৮ ।।
No Comment! Be the first one.