১) বদ্রীনাথ ধাম– বদ্রীনাথ ধামে প্রতিষ্ঠিত রয়েছেন কালো পাথরের নারায়ণ মূর্তি। হাওড়া বা দিল্লী জংশন থেকে লক্সার হয়ে হরিদ্বার। হরিদ্বার থেকে হৃষীকেশ ১ ঘন্টার পথ। শেয়ার ট্যাক্তি ও বাস যাচ্ছে হরিদ্বার থেকে হৃষীকেশ।
২) শ্রীদ্বারকা ধাম– দ্বারকা হিন্দুদের কাছে অতি পবিত্র তীর্থ। সপ্তপুরী এক পুরী এই দ্বারকা। দ্বারকার মূল আকর্ষণ দ্বারকাধীশ বা রণছোড়জীর মন্দির। সোমনাথ বা পোরবন্দর থেকে বাসে যাওয়া যায়। বম্বে থেকে আসা সৌরাষ্ট্র মেল ও ভিরামগম-ওখা ফার্স্ট প্যাসেঞ্জার হাপা ছেড়ে দ্বারকায় যাচ্ছে। স্থানীয়দের কাছে দ্বারকা দোয়ারকা নামে পরিচিত।
৩) শ্রীজগন্নাথ ধাম (পুরী)– এখানে বিশ্ববিখ্যাত জগন্নাথদেবের মন্দির অবস্থিত। এখানে সর্বতীর্থের সমন্বয় ঘটেছে। স্বর্গদ্বার, যজ্ঞেশ্বর, শ্বেতগঙ্গা, মর্কাণ্ডেয়েশ্বর মন্দির, গুণ্ডিচাবাড়ি, ইন্দ্রদ্যুম্ন সরোবর, সাক্ষীগোপাল ইত্যাদি দর্শনীয় স্থান। কলিকাতা থেকে সরাসরি ট্রেন যাচ্ছে পুরী। বাসও নিয়মিত যাতায়াত করে কলকাতা-পুরী।
৪) শ্রীরামেশ্বর ধাম– দক্ষিণ-পূর্ব ভারতের শেষ প্রান্তভূমি এক প্রণালীতে একটি দ্বীপের আকারে গড়ে উঠেছে রামেশ্বর। সীতাদেবীর বালুকা দ্বারা নির্মিত মূর্তি ও রামচন্দ্রের প্রতিষ্ঠিত শিবলিঙ্গ স্থাপিত রয়েছে এই মন্দিরে। মাদুরাই থেকে এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন আসে রামেশ্বরমে।
No Comment! Be the first one.